"মানব সেবা হি মাধব সেবা" ; অনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের আগে একগুচ্ছ জনসেবামূলক আয়োজন আম্বানি পরিবারের

 নিউজ ডেস্ক,৯ জুলাই, ২০২৪: দেশের অন্যতম চর্চার কেন্দ্রে রয়েছে দেশের সবচেয়ে বিত্তশালী ব্যবসায়ী পরিবারের বিয়ের অনুষ্ঠান। মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত ভাই আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের বিবাহ।  আর এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক বিবাহের কর্মসূচি হিসেবে আম্বানি পরিবার একাধিক সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম দুস্থ এবং সুবিধা বঞ্চিত পরিবারের জন্য গণবিবাহের আয়োজন। যা, গোটা দেশের মানুষের কাছে যথেষ্ট প্রশংসার কারণ হয়েছে।  


বিয়ের অনুষ্ঠান শুরুর আগে, অনন্ত ভাই এবং আম্বানি পরিবার মুম্বাইয়ের থানেতে ৫০ জন সুবিধাবঞ্চিত দম্পতি এবং তাদের পরিবারের জন্য একটি গণবিবাহের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে প্রায় ৮০০ জন লোক অংশগ্রহণ করেছিল। আম্বানি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক নব বিবাহিত দম্পতিদের  সোনা এবং গৃহস্থালী সামগ্রী দান করা হয় যাতে তারা তাদের নতুন জীবন শুরু করতে পারে। 

পাশাপাশি অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে আম্বানি পরিবার সাধারণ মানুষের জন্য একটি বিশেষ ভান্ডারার আয়োজন করেছিল। যেখানে কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়।  দিনে দুবার অনুষ্ঠিত এই ভান্ডারে প্রতিদিন ২০,০০০ জনেরও বেশি লোক এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের ভারতীয় খাবার পরিবেশন করা হয়। এই আয়োজনের জন্য আনন্দ ভাই আম্বানি সাধারণ মানুষের কাছে যথেষ্ট প্রশংসিত হন এবং উপস্থিত সকলেই নব দম্পতিকে আশীর্বাদ করেন।


প্রসঙ্গত, অনন্ত ভাই এবং আম্বানি পরিবারের একটি দীর্ঘস্থায়ী ভারতীয় জনশ্রুতি পালন করার ঐতিহ্য রয়েছে, "মানব সেবা হি মাধব সেবা" - "মানবতার সেবাই ঈশ্বরের সেবা।" সেই কথা মাথায় রেখেই আম্বানি পরিবার প্রত্যেকটি পারিবারিক অনুষ্ঠান শুরুর আগেই কিছু জনহিতকর কাজ করে থাকেন। গণবিবাহ এবং দুস্থ অভুক্ত মানুষদের জন্য ভান্ডারা আয়োজন তেমনি সমাজসেবামূলক কাজ যা অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজিত হয়েছে।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন