নিউজ ডেস্ক - শুক্রবার সকালে কলকাতার কড়েয়া থানা এলাকায় একটি বন্ধ ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল সামসের আলি নামে এক যুবকের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান যে, রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁকে ঘরে ঢুকে খুন করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এলাকার সব সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, সেই যুবকের বাড়ি কড়েয়া থানা এলাকার সামসুল হুদা রোডের কাশিয়াবাগান মাঠ সংলগ্ন এলাকায়। তিনি পেশায় ঠিকা কনট্রাক্টর ছিলেন। তাঁর পরিবার অদূরেই একটি পৃথক বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে তিনি আলাদা বাড়িটিতে একা ছিলেন।
শুক্রবার সকালে তাঁর কোনও সাড়া না পেয়ে খোঁজ করতে যান তাঁর স্ত্রী। গিয়ে দেখেন, বাইরে থেকে তালা দেওয়া। যা দেখেই সন্দেহ হয় তাঁর। এরপর লোকজন ডেকে দরজা ভাঙা হলে ভিতরে প্রবেশ করে দেখেন বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল যুবকের দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ ও হোমিসাইড শাখার তদন্তকারীরা। প্রাথমিক তদন্ত থেকে পুলিশ মনে করছে, গলায় ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আশপাশের লোকজন কেউ কিছু বুঝতে পারলেন না কেন, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। তাই পুলিশের সন্দেহ, পরিচিত কেউ বা কারা ওই ব্যক্তির ওপর হামলা চালিয়ে থাকতে পারে।