নিউজ ডেস্ক - শনিবার আসানসোল জামুরিয়ায় এরিয়ার কেন্দা ৩ নম্বর ধাওড়া পাড়া সংলগ্ন এলাকায় ধস। আর ভেঙে পড়া এলাকা থেকে কালো ধোঁয়া নির্গত হওয়ায় আতঙ্ক ছড়াল চারপাশে। প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন।স্থানীয়দের দাবি , জামুড়িয়ার যেখানে ধস নেমেছে সেখান থেকে প্রায় ৩০ মিটারের মধ্যে রয়েছে জনবসতি। এর আগেও এই এলাকায় একইভাবে তিন থেকে চারবার ধস নেমেছে। তখন ইসিএল ও প্রশাসনের থেকে এলাকার বাসিন্দাদের স্থানীয় বিদ্যালয় এবং সরকারি আবাসনে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হলেও স্থায়ী কোনও ব্যবস্থা করা হয়নি। আর যার জন্য তাঁরা আবার বিপদের মধ্যে পড়লেন বলে মনে করছেন।
আরও জানান, ইসিএল কয়লা উত্তোলন করার পর ওই অংশ আর ভরাট করে না। যার জেরে বার বার এই ঘটনা ঘটে চলেছে। পুনর্বাসনের দাবি উঠলেও কোনও সুরাহা হয়নি। তবে এই ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের দাবি, ধসের কবলে পরা এলাকা ভরাটের ব্যবস্থা করা হবে। কিন্তু কবে তা হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ”এক-আধবার না, চারবার এমন ঘটনা ঘটল।আচমকা আগুন জ্বলে উঠছে। আমরা তো এখন মৃত্যুর মুখে রয়েছি। কেউ কাজ করেনি। না ইসিএল, না নেতারা। সবাই আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। বাচ্চাদের নিয়ে ভীষণ আতঙ্কে রয়েছি।”