নিউজ ডেস্ক - শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পরেছিল একটি হেলিকপ্টার।আর সেটিকেই এয়ারলিফ্ট করে চেন দিয়ে বেঁধে নিয়ে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার।ঠিক সেই সময়েই মাঝ আকাশ থেকে চেন ছিঁড়ে নীচে পড়ে যায় ওই হেলিকপ্টার। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।প্রাথমিক ভাবে খবর, কেদারনাথ ও গৌচরের মধবরতি এলাকা ভীমবালির কাছে লিঞ্চোলিতে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকারীদের চপার থেকে ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ায় , ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বেসরকারি সংস্থা পরিচালিত ওই হেলিকপ্টার।
সংবাদ সংস্থা এএনআইকে এক আধিকারিক জানিয়েছেন, “কেদারনাথ থেকে এয়ারলিফ্ট করে আনার পথে একটি হেলিকপ্টার চেন থেকে ছিঁড়ে লিঞ্চোলিতে থারু শিবিরের কাছে নদীতে পড়ে গিয়েছিল। স্থানীয় থানা থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের কাছে সেই তথ্য যায়। বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।”
Tags
accident