নিউজ ডেস্ক - সোমবার দুপুর ১২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাপুর ক্যানেল এলাকায় তিস্তা ক্যানালে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। স্থানীয় সূত্রের খবর, ওই দিন কমলাপুরে তিস্তা ক্যানেলে এক দল কিশোর স্নান করতে নেমেছিল । এরপর সাঁতার কেটে কয়েক জন গভীর জলে চলে যায়।কিন্তু ওই দুই কিশোর সাঁতার না জানায় জলে মধ্যে নেমে তলিয়ে যায়। মৃত দুই কিশোরের বারিবইসলামপুরের আলিনগরের বাসিন্দা।
মহম্মদ সলমন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিন ওই ক্যানালে বহু মানুষ স্নান করতে আসেন। সেই রকমই ওই দুই কিশোরও এসেছিল। তাদের সঙ্গে ছিল এক শিশু। তবে, সেই শিশুটি সাঁতার না জানায় ক্যানালের পারে বসেছিল।আর জলে নামার পরই তলিয়ে যায় দুই কিশোর।এরপর ওই শিশুর চিৎকার শুনে আশপাশের লোক জন ছুটে এসে ক্যানালে নেমে দুই কিশোরকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি তাদের। মৃতদের পরিবারকে ফোন করে খবর দেয় ওই শিশুই। তারা উপস্থিত হন ঘটনাস্থলে।