নিউজ ডেস্ক - বিহারের মুজফ্ফরপুরে মুন্নি কল্য়াণ গ্রামে ইউটিউবে ভিডিয়ো দেখে কয়েকজন শিশু বোম তৈরি করে ফেলে বলে খবর। আর সেই বোম থেকে হয়ে বিস্ফোরণের জেরে জখম অন্তত পাঁচজন শিশু। তাদেরকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৭-১২ বছরের মধ্যে। বিস্ফোরণে তাদের পা, মুখ পুড়ে গিয়েছে। তবে তারা সকলেই বিপদ মুক্ত বলে জন যাচ্ছে। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবরে জানা যাচ্ছে, পরিবারের লোকজন প্রথমে গোটা বিষয়টি লুকনোর চেষ্টা করলেও বুধবার বিষয়টি একটি শিশুর পরিবারের মাধ্যমে জানাজানি হয়ে যায়। গ্রামবাসীরা জানায়, শিশুরা দেশলাই কাঠি বাজির বারুদ জড়ো করে ইউটিউব দেখে তারা বিষয়টি শিখেছিল। একটি টর্চের মধ্যে তারা সব বারুদ ভরে ব্যাটারি দিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। আর সেই সময়ই বিস্ফোরণ হয়ে যায়।
গোটা ঘটনায় নিশ্চিত হয়ে এসএসপি রাকেশ কুমার জানিয়েছেন, ইউটিউবে একটি ভিডিয়ো দেখে শিশুরা গোটা বিষয়টি শিখেছিল। তারা দেশলাই কাঠি আর বাজির বারুদ জোগাড় করেছিল। অন্য কোনও বারুদ না হওয়ায় এই বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না। ছেলেগুলোর পা ও মুখ পুড়ে গিয়েছে। তবে সকলেই নাবালক হওয়ায় সেই মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।