নিউজ ডেস্ক - পূর্ব মেদিনীপুরে সোমবার রাতে এক বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা চুরি এবং মারধর করল বাড়ির গৃহকর্ত্রীকে চার দুষ্কৃতী। জানা যাচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি চালিয়ে নগদ ২০ হাজার টাকার সমস্ত সোনার গহনা লুঠ করে চম্পট হয় ডাকাত দলটি।
গৃহকর্ত্রী মনিকা দাস জানান, “বাড়ির রান্নাঘরের চালা কেটে চারজনের একটি ডাকাতদল আমার বাড়ির ভেতরে ঢোকে। আমাকে ও আমার মেয়েকে লোহার সাঁড়াশি দিয়ে মারধর করে। আলমারির চাবি খুলে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গিয়েছে।বাড়িতে নগদ ২০ হাজার টাকা ছিল। আলমারি তালা খুলে সবকিছু আমার সব গহনা নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা।”
পরিবারের এক আত্মীয় শুভাশিষ বেরা বলেন, “এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। এটা আমার শ্বশুরবাড়ি দোতলা বাড়ি। রান্নাঘর ও বাথরুম বাইরের দিকে। ডাকাতরা সেই বইরের অংশে থাকা রানাঘরের চালা কেটে চারজন দুস্কৃতী বাড়ির ভেতরে ঢুকে পড়ে।” সমগ্ৰ ঘটনা পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে।
Tags
WEST BENGAL