নিউজ ডেস্ক : নন্দীগ্রাম-২ ব্লকের এক পঞ্চায়েত অফিস থেকে চুরি হলো টোটোর ব্যাটারি। যার পরেই শুরু হয়ে যায় শোরগোল। সূত্রের দাবি, সেখানকার পঞ্চায়েতে মোট তিনটি টোটো রাখা থাকতো। এই টোটোগুলি মূলত পঞ্চায়েতের বিভিন্ন প্রয়োজনে রাখা হয়েছিল। তবে গত ৯ সেপ্টেম্বর রাতের বেলা সেই তিনটি টোটোর মধ্যে একটি টোটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এই বিষয়ে সেখানকার প্রধান নিবেদিতা বর্মন জানান, “৯ তারিখ রাতে এই ঘটনা ঘটেছে। ১০ তারিখ আমাকে ফোন করে জানানো হয়। বলল ৩টে গাড়ির মধ্যে একটার ব্যাটারি চুরি হয়েছে। থানায় অভিযোগ করেছি। পুলিশও এসেছিল।" এদিকে আবার প্রশান্ত মণ্ডল নামে সেখানকার বিরোধী নেতা বলেন, “খুবই হাস্যকর এটা। একটা অফিসের তালাবন্ধ ঘর থেকে চুরি। একটা বাচ্চাও বুঝবে কে বা কারা করেছে। এগুলো করানো হয়েছে। দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে সেটা মানুষ বুঝতে পারছে। কয়েক মাস ধরে এই টোটো পড়ে আছে। আজও বিতরন হয়নি। আমাদের বিরোধীদের তো প্রধান মহাশয়া পাত্তাই দেন না। আজ পর্যন্ত কোনও আলোচনা পর্যন্ত করেননি। হয়ত ওনাদের নিজেদের মধ্যে কিছু হয়েছে, চুরি হয়ে গিয়েছে। এসব বোঝাই যায়। এটা চুরি না, নিজেরাই নিয়ে পালিয়েছে। নিজেরা নিয়ে গিয়ে বলছে চুরি হয়েছে। এভাবে চুরি হয়?”
তবে গ্রাম পঞ্চায়েতে সিসি ক্যামেরা নেই কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। প্রধান জানিয়েছেন, সিসি ক্যামেরা রয়েছে পঞ্চায়েত অফিসে। তবে তা খারাপ।" তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।