নিউজ ডেস্ক - শ্রীরামপুর থানার পেয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের চাপসরা মালিকপাড়ার এক পুকুর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ।এলাকার লোকজন প্রথম মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীরামপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পেয়ারাপুর ফাঁডির পুলিশ। তবে ওই মহিলার পরিচয় গ্রামবাসীরা কেউ জানে না। সকলের দাবি তিনি এই এলাকার নন।
প্রাথমিক তদন্ত থেকে পুলিশ অনুমান করছেন যে খুন হয়ে থাকতে পারেন ওই মহিলা, তবে কেউ কেউ দাবি করছেন, জলে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশের তদন্তকারীরা আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় ওই মহিলার পরনে ছিল শাড়ি।এবং তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। তবে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন আপাতভাবে পাওয়া যায়নি।
Tags
hooghly
