নিউজ ডেস্ক - শুক্রবার সন্ধ্যা ৬ টার সময়ে দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে একেবারে মৃত্যু মুখ থেকে এক যাত্রীকে বাঁচালেন আরপিএফ কর্মীরা। জানা যাচ্ছে,এইদিন টাটা-আসানসোল এক্সপ্রেসে করে আসানসোল যাচ্ছিলেন এক বৃদ্ধ দম্পতি। আর সেই ট্রেন পুরুলিয়া স্টেশনে দাঁড়ালে খাবার কেনার জন্য ৭৫ বছরের গুরুদ্বীপ সিং ট্রেন থেকে নামেন। কিন্তু, খাবার কেনা শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দেয়।ফলে দৌড়ে ওই বৃদ্ধ ট্রেনে ওঠার চেষ্টা করলে তাতে সফল না হয়ে পড়ে গিয়ে সোজা ট্রেনের তলায় চলে যান।
আর ঘটনাটি টহলরত আরপিএফরা দেখতে পেলে ঘটনাস্থলে ছুটে ছুটে গিয়ে তারা কোনওমতে টেনে বের করে আনেন বৃদ্ধকে। এই দিকে কিছু দূরে গিয়ে ট্রেন দাঁড়িয়ে পড়লে সেখান থেকে নামানো হয় তাঁর স্ত্রীকে। ইতিমধ্যেই ওই সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসে গিয়েছে। আরপিএফের কর্মীরাই পরবর্তীতে পরের আসানসোলগামী ট্রেনে তাঁদের তুলে দেন।