DANKUNI: ডানকুনিতে শ্রমিকদের বকেয়া টাকা না দিয়ে মেশিনপত্র তোলার অভিযোগ ঋণ প্রদানকারী এক সংস্থার বিরুদ্ধে

 


নিউজ ডেস্ক - ডানকুনির চাকুন্দির জিপি ফুড প্রোডাক্টস নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বেসরকারি সংস্থার থেকে প্রদান করা ঋণ পরিশোধ না করতে পারায় মাস ছয়েক আগে ঋণ প্রদানকারী সংস্থা লেবারদের দাবি দাবা নিয়ে নিয়ে দখল করেছে ।শনিবার  লেবার কোটে শ্রমিকদের ছয় মাসের বেতন বাকি পিএফ এর টাকা বাকি এবং বোনাস বাকি থাকায় কেস চলা অবস্থায় জোরপূর্বক মেশিনপত্র তুলে নিয়ে যাবার চেষ্টা করেন ঋণ প্রদানকারী সংস্থা। শ্রমিকদের বক্তব্য ,"আমাদের দাবি না মানা পর্যন্ত কোনমতেই মেশিনপত্র তুলতে দেব না ।" 

শতাধিক পার্মানেন্ট লেবার এবং ঠিকা শ্রমিক আর ২০০ বা তার  বেশি পুজোর মুখে কাজ হারিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। লেবারপক্ষ ইউনিয়নের দাবি মালিকপক্ষ কারখানা চালিয়ে ঋণ আসতে আসতে পরিশোধ করা হোক কিন্তু ঋণ প্রদানকারী সংস্থা টা মানতে চাইছেন না। বেশ কিছু শ্রমিকের বলছেন "আমরা চাই কারখানা চালু হোক এতে সকলের মঙ্গল হবে।"আর তাছাড়াও শ্রমিক পক্ষকে না জানিয়ে মেশিনপত্র তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ঋণ প্রদানকারী সংস্থা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন