Hooghly: হুগলিতে নারী পাচার চক্রের পর্দাফাঁস, বড় সাফল্য গ্রামীণ পুলিশের

  নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রেম ও কাজের টোপ দিয়ে নারী পাচার চক্রের পর্দাফাঁস। পুলিশের জালে ,গ্রেপ্তার দুই এজেন্ট সহ চক্রের এক মূল পান্ডা।  গ্রেফতারির কথা সাংবাদিক বৈঠকে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন।


   ধৃত তিনজনের নাম শ্রীরাম রায়,  মিজানুর মন্ডল ও নন্দ কিশোর কুমার। মিজানুর মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার অশোক নগর,  শ্রীরাম রায়ের বাড়ি কলকাতার তারতলা এবং নন্দ কিশোর কুমারের বাড়ি বিহারের চম্পারণে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ ই জুলাই তারকেশ্বর এলাকা থেকে এক নাবালিকা  নিখোঁজ হয় । ১৩ ই  জুলাই তারকেশ্বর থানায়  অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।  তদন্তে নেমে  গত ১৯ শে জুলাই ওই নাবালিকা কে বিহার থেকে উদ্ধার করে পুলিশ।

নাবলিকা কে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার সঙ্গে পরিচয় হয় রাহুল নামে এক যুবকের।  প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই নাবালিকা। রাহুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারকেশ্বর থেকে বিহারে নিয়ে যায় । লোকেশন ট্র্যাক করে বিহার থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। জানা যায় রাহুলের আসল নাম মিনাজুর রহমান।

  পাশাপাশি ঘটনার তদন্ত করতে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনার সূত্র ধরেই একটা নারী পাচার চক্রের হদিস পায় পুলিশ। দ্রুত তদন্তে নেমে পুলিশ জানতে পারে , শুধু মাত্র প্রেমের ফাঁদ নয় কাজের টোপ দিয়ে মহিলা ও নাবালিকা দের এরাজ্য ছাড়াও ভিন রাজ্যের যৌন পল্লীতে পাচার করা হতো।  


 মূলত সমাজ মাধ্যমে প্রেমের ফাঁদ ও কাজের টোপ দিত মিজানুর মন্ডল ওরফে রাহুল ও শ্রীরাম রায়। এরপর তাদের ফাঁদে ফেলে নন্দ কিশোর কুমারের হাতে তুলে দেওয়া হতো । 

 এরপরই চক্রের পান্ডাদের ধরতে ফাঁদ পাতে তারকেশ্বর থানা ও হুগলি গ্রামীন পুলিশ।২৫ শে অক্টোবর মিজানুর মন্ডল ও শ্রীরাম রায়  গ্রেফতার হয় ।পরের দিন  ২৬ অক্টোবর নন্দ কিশোর কুমার কে নদীয়া জেলার বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার ধৃত তিন জনকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠাতে চলছে হুগলি গ্রামীণ পুলিশ। 

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন