নিউজ ডেস্ক - , শুক্রবার দুপুর বেলা নিউ টাউন বিশ্ব বাংলা গেটে অটো স্ট্যান্ডে অটোতে যাত্রী তোলা তোলার সময় বিশ্ববাংলা থেকে চিনার পার্ক এবং চিনার পার্ক থেকে বিশ্ব বাংলা দুটি রুটের অটো চালকদের মধ্যে যাত্রী তোলা নিয়ে ঝামেলার জেরে আহত ৩ অটো চালক । তবে নিউ টাউন থানার মাধ্যমে সাময়িকভাবে সেই ঝামেলা থেমে গেলেও পরবর্তীক্ষেত্রে নিউ টাউন থেকে বিশ্ববাংলা রুটের অটোচালকরা বিশ্ববাংলা থেকে নিউ টাউন চিনার পার্ক রুটের অটোচালকদের মধ্যে হাতাহাতি লেগে যায়। আহতদের তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
Tags
Kolkata