নিউজ ডেস্ক - শুক্রবার ছট পুজোর পুণ্য স্নান করতে গিয়ে রায়গঞ্জের খরমুজাঘাট শ্মশানে কুলিক নদীর জলে ডুবে মৃত্যু হল রঞ্জিত রাম নামে এক পুণ্যার্থীর। তার বাড়ি রায়গঞ্জ থানা এলাকার বারদুয়ারি গ্রাম।
মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রায়গঞ্জ পুরসভা সক্রিয় ভূমিকা পালন করলেও এইদিন দুর্ঘটনা এড়াতে পারলেন না প্রশাসন। এইদিন কুলিক নদীতে ওই ব্যক্তি তার সন্তানকে নিয়ে নদীতে স্নান করতে এসেছিলেন।কিন্তু পা হরকে যাওয়ায় তলিয়ে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। আর তাঁর সন্তানকে জলে ডুবতে দেখে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করলেও রঞ্জিত রামকে উদ্ধার করতে পারেননি। নদীতে তলিয়ে যান তিনি। জনতার দ্বারা উদ্ধারিত মৃতদেহটি রায়গঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Tags
WEST BENGAL