নিউজ ডেস্ক - মধ্য প্রদেশের রেওয়া জেলায় রাস্তার ধারের এক দোকানের সিঙারা খেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক শিশু। অভিযোগ যে, সিঙারার পুরের ভিতর থেকে উদ্ধার একটি টিকটিকি। শিশুটি খাওয়ার সময় কিছুই বুঝতে পারে না। আর যতক্ষণে তার পরিবারের লোকজন দেখতে পায়, ততক্ষণে সিঙারার আলুর মধ্যে টিকটিকির মাথাটুকুই অবশিষ্ট পরে রয়েছে আর, বাকি পুরোটা অংশ শিশুটির পেটে চলে যায়। এরপরই ওই শিশুটি অসুস্থ হয়ে বমি, পেট ব্যথা শুরু হয়। আর অবস্থার অবনতি হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।
এইদিকে শিশুটির পরিবারের অভিযোগ পেয়েই খাদ্য অধিদপ্তর ওই দোকানে গিয়ে তল্লাশি চালিয়ে দেখে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানো হয়। এরপরই খাদ্য দফতরের টিম ওই হোটেল অপারেটরের লাইসেন্স বাতিল করে দেয়।
Tags
India