🔹 নিয়োগ-কাণ্ডে আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, আত্মীয়ের সাক্ষ্যে নতুন মোড়
🔹 ‘অজান্তেই ডিরেক্টর বানানো হয়’, আদালতে বিস্ফোরক দাবি কৃষ্ণচন্দ্র অধিকারীর
🔹 ২২ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্রের
🔹 সিবিআইকে আদালতের কড়া প্রশ্ন: গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট?
🔹 ২৮ মার্চ আরজি কর কাণ্ডে পরবর্তী শুনানি
নিয়োগ-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়: আরও জোরাল সাক্ষ্য, নতুন বিপদ
পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও চাপে। জামাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পর এবার আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী আদালতে সাক্ষ্য দিয়ে দাবি করেছেন,
👉 "অজান্তেই আমাকে এক সংস্থার ডিরেক্টর বানানো হয়, ওই সংস্থার নামে পিংলায় স্কুলের জন্য জমি কেনা হয়েছিল। জমির পরিমাণ বা টাকার লেনদেনের বিষয়ে কিছুই জানানো হয়নি। শুধুমাত্র বিভিন্ন নথিতে সই করতে বলা হতো। কল্যাণময়ের উপর ভরসা করেই সই করতাম।"
এই বক্তব্যের পর নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলো।
‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মেয়াদ বাড়ল
নিয়োগ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট।
✔️ শারীরিক অসুস্থতার কারণেই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে
✔️ তাঁর গতিবিধির উপর নজর রাখছে কেন্দ্রীয় বাহিনী
✔️ সুজয়ের অভিযোগ: "জওয়ানরা শৌচালয়েও নজরদারি চালাচ্ছেন"
এর আগে ১৮ ফেব্রুয়ারি জামিন পেয়ে বাড়িতে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে আদালতের নির্দেশ ছিল— চিকিৎসার প্রয়োজন ছাড়া তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না। এবার জামিনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।
আরজি কর কাণ্ড: গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট? CBI-কে আদালতের কড়া প্রশ্ন
কলকাতা হাইকোর্ট আরজি কর গণধর্ষণ মামলায় সিবিআইকে তলব করেছে।
🛑 বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন:
✔️ "এই মামলায় চার্জ গঠন হয়েছে, কিন্তু সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত?"
✔️ "এই মুহূর্তে তদন্ত কী পর্যায়ে? গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট?"
✔️ "নিরাপত্তারক্ষী ও নার্সদের এখনও কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি?"
সিবিআইকে মামলার কেস আনতে বলেছে আদালত। ২৮ মার্চ মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে, নির্যাতিতার পরিবার দাবি করছে, "তদন্ত যথাযথ হয়নি, অনেককেই এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।"
উপসংহার
পশ্চিমবঙ্গের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে একের পর এক ঘটনা চাঞ্চল্য ছড়াচ্ছে।
📌 পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন সাক্ষ্য নিয়োগ দুর্নীতির তদন্তকে আরও জোরদার করছে
📌 সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন বাড়ানো হলেও কেন্দ্রীয় নজরদারি অব্যাহত থাকছে
📌 আরজি কর কাণ্ডে আদালতের হস্তক্ষেপে তদন্তের গতি বাড়তে পারে
পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন!