পুলিশের উদ্যোগে মোবাইল প্রত্যর্পণ, খুশির জোয়ার সাধারণ মানুষের মুখে

সিঙ্গুর, ০৭ আগস্ট ২০২৫:
সিঙ্গুর থানার সাইবার হেল্প ডেস্ক-এর একটি প্রশংসনীয় উদ্যোগে আজ ৩৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। বহুদিন ধরে হারানো স্মার্টফোন ফিরে পেয়ে খুশিতে মুখ ভরে উঠল সাধারণ মানুষের। এ যেন পুলিশ ও জনসাধারণের মধ্যে এক আন্তরিক সম্পর্কের নতুন অধ্যায়।


এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার মাননীয় ডিএসপি (হেডকোয়ার্টার) মহাশয় ও শ্রদ্ধেয় সিআই, তারকেশ্বর সাহেব। তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানে আরও গুরুত্ব যোগ করে। প্রত্যর্পণের সময়, অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের এই মানবিক ও আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন।



অনুষ্ঠান শেষে, এলাকার সাধারণ মানুষ সিঙ্গুর থানা সাইবার হেল্প ডেস্ক ও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের মতে, এই ধরনের কর্মকাণ্ড পুলিশের প্রতি জনগণের বিশ্বাস ও ভরসা আরও বাড়িয়ে তোলে। ভবিষ্যতেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পুলিশের এই সফলতা প্রমাণ করে যে, সঠিক প্রযুক্তি ব্যবহার ও আন্তরিক প্রচেষ্টা থাকলে জনসেবায় পুলিশ আরও অগ্রণী ভূমিকা নিতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন