Abhishek Banerjee: “আমরাও পদত্যাগ করব…”, দিল্লি যাওয়ার আগে তৃণমূল সাংসদের তোপ

কলকাতা: লোকসভা ভেঙে দেওয়ার প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, কমিশনের দাবি যদি মেনে চলতে হয়, তবে আগে এই ভোটার তালিকার ভিত্তিতেই হওয়া সব নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে হবে। মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
SIR-এ আমার কোনও আপত্তি নেই, করুন। কিন্তু আগে লোকসভা ভেঙে দিন।”

দিল্লিতে দলীয় বৈঠকে যোগদানের আগে ফের সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নয়াদিল্লির পার্টি অফিসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে যোগ দেবেন তিনি। তার আগে সোমবারের বিরোধী দলগুলির মিছিলের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে প্রায় ৩০০ জনপ্রতিনিধি শান্তিপূর্ণভাবে কমিশনের সদর দফতরের দিকে মিছিল করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন— কেন এতদিন পরেও ডিজিটাল ভোটার লিস্ট দেওয়া হবে না, কেন জোর করে SIR হবে? কিন্তু কমিশনের দফতরে ঢুকতে দেওয়া হয়নি, বরং পুলিশ বর্বরতা ও অতিসক্রিয়তা দেখিয়েছে। তাঁর অভিযোগ, “আমরা যখন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখনও স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ একইভাবে মিছিলে চড়াও হয়েছিল, নিগ্রহ করেছিল।”

এরপরেই অভিষেকের মুখে আসে ‘লোকসভা ভেঙে দেওয়ার’ দাবি। তিনি বলেন, “কমিশনের সব দাবি যদি মেনে নিতে হয়, তবে স্বীকার করতেই হবে— এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে লোকসভা নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাহলে আগে তাঁদেরই পদত্যাগ করা উচিত। বিজেপি কয়েক মাস আগে যেসব রাজ্যে ক্ষমতায় এসেছে, সেখানেও পদত্যাগ করানো হোক। আমরাও পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিন, নতুন তালিকা তৈরি করে সারাদেশে SIR করুক, তারপর নির্বাচন হোক। দৃষ্টান্ত স্থাপন করুন।”

এই ইস্তফা প্রসঙ্গে পাল্টা সুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, “২০০২-০৩ সালে SIR-এ প্রায় ২০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। সেই সময় বা তার আগে যে সরকার নির্বাচিত হয়েছিল, তবে কি তাঁদেরও ফেলে দেওয়া উচিত ছিল? বিশেষ ও নিবিড় ভোটার পরিমার্জন দেশে বহুবার হয়েছে, এটা প্রথম নয়। স্বাধীনতার পরই এনআরসি রেজিস্টার তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। তাই নিয়মিত SIR হওয়া জরুরি।”

এদিন দিল্লি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অভিষেক। অভিযোগ, সোমবারের মিছিলে মহিলা সাংসদদের উপর অত্যাচার চালিয়েছে পুলিশ। কমিশনকে বিজেপির ‘কৃতদাস’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “সাংসদদের থানায় বসিয়ে রাখা হয়েছে। তারা তো মানুষের প্রশ্ন নিয়ে গিয়েছিল। কমিশন নিরপেক্ষ হলে উত্তর দিত। কিন্তু বিজেপি সব প্রতিষ্ঠানকে কৃতদাস বানিয়ে ফেলেছে।”

Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন