কলকাতা: নবান্ন অভিযানের দু’দিন পর পুলিশের বিরুদ্ধে সরাসরি FIR দায়ের করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা তিলোত্তমার বাবা। সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে মেইল পাঠিয়ে তিনি এই অভিযোগ জানান।
অভিযোগপত্রে তাঁর দাবি, অভিযানের দিন প্রথমে তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। এরপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। গুরুতর চোট পাওয়ায় তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শুধু পুলিশ নয়, FIR-এ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি। যদিও একটি ডিসচার্জ রিপোর্ট হাতে পেয়েছেন পরিবার, তবে তাতে নাকি একাধিক অসঙ্গতি রয়েছে। অভিযোগ, রিপোর্টে পুলিশের হামলার উল্লেখ নেই, বরং লেখা হয়েছে ‘হেড ইনজুরি’। এ নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
আইনিভাবে পদক্ষেপ নিয়ে এবার সরাসরি কলকাতা পুলিশ ও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে কাঠগড়ায় তুললেন তিলোত্তমার বাবা।