নবান্ন অভিযানে আহত তিলোত্তমার মা, পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করলেন নির্যাতিতার বাবা


কলকাতা: নবান্ন অভিযানের দু’দিন পর পুলিশের বিরুদ্ধে সরাসরি FIR দায়ের করলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা তিলোত্তমার বাবা। সোমবার শেক্সপিয়র সরণী থানায় অনলাইনে মেইল পাঠিয়ে তিনি এই অভিযোগ জানান।

অভিযোগপত্রে তাঁর দাবি, অভিযানের দিন প্রথমে তিলোত্তমার মায়ের হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। এরপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। গুরুতর চোট পাওয়ায় তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শুধু পুলিশ নয়, FIR-এ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও ইনজুরি সার্টিফিকেট দেওয়া হয়নি। যদিও একটি ডিসচার্জ রিপোর্ট হাতে পেয়েছেন পরিবার, তবে তাতে নাকি একাধিক অসঙ্গতি রয়েছে। অভিযোগ, রিপোর্টে পুলিশের হামলার উল্লেখ নেই, বরং লেখা হয়েছে ‘হেড ইনজুরি’। এ নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।

আইনিভাবে পদক্ষেপ নিয়ে এবার সরাসরি কলকাতা পুলিশ ও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে কাঠগড়ায় তুললেন তিলোত্তমার বাবা।

Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন