নিজস্ব সংবাদদাতা: বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা, দুর্গা পুজো মানে আনন্দ ছেলে মেয়েদের নতুন জামাকাপড়। এবার এই জামা কাপড়ের ফ্যাশনে জায়গা কেরে নিয়েছে রাজ্য সরকারের প্রকল্প।
শাড়ি হোক বা সালোয়ার তার সাথে নতুন সংযোজন করোনার জন্য মাক্স, সবেতেই রাজ্য সরকারের প্রকল্পের ছোঁয়া। ডিজাইন কারখানায় শ্রমিকরা এখন ব্যস্ত ফারিবা সালোয়ারের ডিজাইন করতে সবচেয়ে বেশি চাহিদা কোথাও তৈরি হচ্ছে লক্ষী ভান্ডারের প্রকল্পের ডিজাইন, কোথাও বা স্বাস্থ্য সাথী।
শ্রীরামপুর শহর হুগলির বিভিন্ন মার্কেটে এই সব ডিজাইনের শাড়ি ও সালোয়ার ভরে গেছে, এই ধরনের শাড়ি বা সালোয়ার কিনলে তার সাথে ম্যাচিং করা থাকছে মাক্স। আবার এই মাক্স এ থাকছে ডিজাইন করা শাড়ির সাথে ম্যাচিং লোগো। ক্রেতারা এই কিনতে দোকানে দোকানে ভিড় করছেন, কোন সারিতে রয়েছে দুর্গার প্রতিমাতার দশটি প্রকল্পের নাম দশটি হাতে, কোথাও বা গণেশ আকারে, কোথাও সাইকেল ছবি, কোথাও বা ফুটবলে ছবি খেলা দিবস লেখা আছে ।
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.