এদিন চাকুন্দি থেকে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে শ্রীরামপুর মহকুমা শাসকের অফিসে মনোনয়ন দিতে যান ১নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হাসিনা শবনম। মনোনয়ন দিয়ে বেরিয়ে আসতেই গোটা মহকুমা চত্বর ইচ্ছার সবার হাসিনা আবার স্লোগানে ধ্বনিত হতে থাকে।
কর্মী-সমর্থকরা হাসিনাকে ফুল মালা দিয়ে বরণ করে নেন উচ্ছাসে সাথে। হাসিনা জানান এবার হ্যাট্রিক হবে। ডানকুনির জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে ডানকুনির বিভিন্ন ওয়ার্ড। ফেলে রাখা বাকি কাজও শেষ হবে খুব শীঘ্রই।
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.