নিউজ ডেস্ক : শিলিগুড়ি ও দার্জিলিং: মানুষের জন্য লড়াই করতে এবার বাংলায় পাড়ি আম আদমি পার্টির (AAP)! তবে কি বাংলা রাজনীতিতে নতুন মুখ? নতুন আশা?
নতুন সমীকরণ? এখন এই প্রশ্নই আমজনতার। মিউনিসিপালিটি নির্বাচনে পাহাড়ে তাঁক লাগিয়েছিল এক নবীন দল হামরো পার্টি (hamro party)। দার্জিলিং পুরসভায় অজয় এডওয়ার্ডের পার্টির সেই জয়ের সঙ্গে কোথাও যেন অরবিন্দ কেজরিওয়ালের 'আপ' (AAP)-এর মিল খুঁজছেন সাধারণ মানুষ। এবার বাংলায় হঠাৎ সক্রিয় হয়ে উঠল এই আম আদমি পার্টি।
সৌজন্যে : নিউজ ১৮ বাংলা