নিউজ ডেস্ক, হুগলি: পথ দূর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী। ভর্তি করা হল চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দূর্ঘটনায় আহত হয় ছাত্রী।
ছাত্রীর নাম হানিয়া খাতুন। জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। চন্ডীতলার হোজাঘাটায় বাড়ি। এক আত্মীয়ের সঙ্গে মাধ্যমিক দিতে যাওয়ার সময় বাইক দূর্ঘটনায় আহত হয়।
আঁইয়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়। পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়লে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে রেফার করা হয় ছাত্রীকে। স্কুলের শিক্ষকরা ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেন। আজ ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা।
Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.