নিউজ ডেস্ক: বাঙালির শীতকাল মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, যেখানে কলকাতার জাদুঘরের নাম প্রত্যেক ঘরে ঘরে। আর এই ভিড়ের সময় বিস্ফোরণের হুমকি পাওয়ার পর বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ভারতীয় জাদুঘরে।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে টেরোরাইজার ১১১ নামে এক সংস্থা বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার একটি মেল করে। মেলে বলা হয় যে জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। মেল পাওয়ার পরই সঙ্গে সঙ্গে জাদুঘর খালি করে দেওয়া হয়। ও পৌঁছে যায় বম্ব স্কোয়াড। জাদুঘরে কোনায় কোনায় চলছে তল্লাশি। কোনও জিনিসের আড়ালে বোমা রয়েছে কি না , তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
তবে এমন খবর নতুন কিছুনা। এর আগেও বিভিন্ন ভিড়ের জায়গায় এরকম হুমকি এসেছে যদিও সেগুলো ছিল ভুয়ো। তাই এই হুমকি ও ভুয়ো বলে মনে করছেন কর্তৃপক্ষে, কিন্তু তাও কোনো শঙ্কা যাতে না থাকে তার জন্য নেওয়া হচ্ছে সতর্কতা।