নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে কলকাতায় এক ধাক্কায় এক ডিগ্রি বাড়লো পারদ।বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিকে আবার আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। জানা গিয়েছে দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত ও হতে পারে।
বছরের শেষে বেশ বেড়েছিল তাপমাত্রা, কিন্তু আবার গতকাল জেলায় জেলায় ফের শীতের আমেজ দেখা দিলো। তাপমাত্রা একইসাথে নেমেছে অনেকটাই। কিন্তু এই শীত-সুখ বেশিদিনের নয়। কারণ দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা।