নিউজ নিউজ: লোকসভা নির্বাচনের আগেই একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগও করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা দিতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাই গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স।
সূত্র অনুযায়ী, এই ফোর্স রয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানথন। তাঁর সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও তিন আইএএস অফিসার। এছাড়াও মোট আটজন সরকারি অফিসার এই টাস্ক ফোর্সে নেতৃত্ব দেবেন। একশো দিনের কাজ প্রকল্পে ২১ লক্ষ শ্রমিকের বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে নবান্ন। এই টাকা একজন যাতে দু’বার না পায় সে বিষয় ও লক্ষ্য রাখা হবে। এদিকে কোনও জবকার্ড হোল্ডার যেন অভিযোগ করতে না পারেন যে টাকা পেলেন না তাও দেখা হবে। নবান্ন সূত্রে বলা হয়েছে, টাকা দেওয়ার কাজ নির্বিঘ্নে করতেই আজ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।