নিউজ ডেস্ক - অপারেশন কন্ট্রোল শিফটিংয়ের জন্য আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবং শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতিমধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছে।
এদিকে আবার মঙ্গলবার কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে মেট্রো যাত্রীরা। ঘণ্টাখানেকের বেশি সময় মেট্রো চলাচল ব্যাহত হয়। এদিন সকাল ১০টা ১৫ নাগাদ পার্ক স্ট্রিট থেকে এসপ্লানেডের মাঝে আচমকা আলোর ফুলকি দেখা যায়। লাইনে কোনও ত্রুটি রয়েছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়।প্রাথমিকভাবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।
Tags
Kolkata
