নিউজ ডেস্ক ঃ আচমকাই দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। যদিও কারণ হিসাবে তিনি জানিয়েছেন, ''বাজেট পেশের আগে হাতে মাত্র ২দিন। ৮ তারিখ রাজ্য বাজেট, এখন যাওয়া সম্ভব নয়। আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন।'' এদিকে তিনি সফর বাতিল করার আগে বলেছিলেন, তিনি দিল্লি যাবেন রাজনীতির জন্য নয়, বরং ওয়ান নেশান ওয়ান ইলেকশনের বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 'এক দেশ, এক ভোট' বিরোধীতা করে চিঠি দিয়েছিলেন কমিটির সচিবকে।
প্রসঙ্গত, কমিশনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও সামনেই লোকসভা নির্বাচন। আর সেটাকে লক্ষ্য করে এগিয়ে চলেছে নানা দলের রাজনৈতিক কর্মসূচি।
Tags
WEST BENGAL