নিউজ ডেস্ক: আসানসোল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শত্রুঘ্ন সিনহা। কলকাতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা নেতৃত্বের বৈঠকের সময়েই প্রার্থী হিসেবে শত্রুঘ্নর নাম চূড়ান্ত হয়। শনিবার আসানসোলে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘শুক্রবার কলকাতায় আমাদের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল। ওই বৈঠকে তিনি আমাদের জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকেই ফের প্রার্থী করছে দল। গত উপনির্বাচনে তিনি ৩ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এবার আরও বেশি ভোটে জিতবেন শত্রুঘ্ন সিনহা।’
এই বিধানসভা কেন্দ্র থেকে এক লাখেরও বেশি ভোটে এগিয়েছিলেন শত্রুঘ্ন। নরেন্দ্রনাথ নিজেও উপস্থিত ছিলেন কলকাতার বৈঠকে। লোকসভা নির্বাচনে তাঁকে বাড়তি দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। নরেন্দ্রনাথের দাবি, এবারও পাণ্ডবেশ্বর থেকে এক লাখের বেশি ব্যবধানে এগিয়ে থাকবেন বিহারীবাবু। বলেন, ‘নেত্রী আমার উপর আস্থা রেখেছেন। আশা করি, এবারের লোকসভা নির্বাচনে এক লাখেরও বেশি ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে এগিয়ে থাকবেন শত্রুঘ্ন সিনহা।’
Tags
politics