নিউজ ডেস্ক - পৃথক দুই দুর্ঘটনায় যে দুই জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন বন দফতরের বিট আধিকারিক এবং অপর জন এক বাইক চালক। সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুরের বিড়াই সেতুর কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই অফিসারের। অপরদিকে জয়পুরের জঙ্গলে লরির ধাক্কায় ভেঙে পড়া ডালের আঘাতে মৃত্যু হয় সংশ্লিষ্ট বাইক আরোহীর। দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বিষ্ণুপুর থেকে দরকারি কাজ সেরে বাইকে করে ওন্দায় ফিরছিলেন বন দফতরের ওন্দা বিটের বীট অফিসার তন্ময় ভুঁইয়া। অভিযোগ, বিষ্ণুপুরের অনেক দূর থেকে আসা একটি গাড়ি অফিসারের বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃত্যু হয় ওই বিট অফিসারের। পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে, জয়পুর জঙ্গলে গতকাল রাত্রিবেলা নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত লরি ধাক্কা মারে রাস্তার ধারের গাছে। ধাক্কার অভিঘাতে গাছের একটি ডাল ভেঙে পড়ে বিষ্ণুপুর থেকে জয়পুরগামী একটি বাইকের উপর। সেই সময় বাইকে ছিলেন চন্দন দাস ও জীবন অধিকারী। তাঁরা ছিটকে পড়েন। এরপর চলন্ত অপর একটি লরি চন্দন দাসের শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়।