নিউজ ডেস্ক - পানীয় জল নিয়ে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই নানা ধরনের সমস্যা ছিল। সেই সমস্যা দূর করতে সংযোজিত এলাকার বাসিন্দাদের জন্য নতুন জলপ্রকল্প।
সল্টলেক কাছে থাকার সত্ত্বেও তাঁদের একাধিক পরিষেবা যথাযথ ছিল না। অত্যন্ত কষ্টের মধ্য়ে দিন কাটাতো তাঁদের। কিন্তু এবার সরকারের তরফ থেকে মোটামুটি ১৮ মাসের মধ্য়ে নতুন জলপ্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পানীয় জল পেতে পারেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে যে মহিষবাথান, নয়াপট্টি, সুকান্তনগর সহ বিস্তীর্ণ এলাকাগুলিতে বাসিন্দাদের ভূগর্ভস্থ জলের উপরই নির্ভর করতে হয়। কিন্তু বিশুদ্ধ পানীয় জলের জন্য় তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। তবে এবার সেই দাবি পূরণ হতে পারে। মোটামুটি সবকিছু ঠিক থাকলে ১৮ মাসের মধ্য়ে তাঁরা পানীয় জল পেতে পারেন।
সূত্রের খবর, পাইপলাইনের মাধ্য়মে প্রায় ২২,০৮ বর্গ কিমি এলাকায় এই জল সরবরাহ করা হবে ফলে অনেক সুবিধা হবে ভেড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই তারা কলকাতা পুরসভার কাছে বিশুদ্ধ পানীয় জলের দাবি করছিলেন। যা পূরণ হতে পারে। আম্রুত ২ প্রকল্পে এখানে জল সরবরাহের জন্য প্রকল্প তৈরি করা হবে। অন্তত পাঁচটি জলাধারে এখান থেকে জল দেওয়া হবে। তবে পুরো প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য আরও প্রায় দেড় বছর সময় লাগতে পারে।