নিউজ ডেস্ক - দিন হোক কিংবা রাত গরমে নাজেহাল বাঙালি। আর এরই মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস মিলেছে। কিন্তু তা এখনও ঢের দেরি। আপাতত শনিবার পর্যন্ত সহ্য করতে হবে তীব্র গরমের যন্ত্রণা। রবিবার বৃষ্টি হলেও হতে পার। নিস্তার মিললেও মিলতে পারে অসহ্য দাবদাহের হাত থেকে। এ দিকে, আজ সকাল সাতটা থেকে সূর্যের তেজে বাইরে বেরনো কার্যত দায় হয়ে পড়েছে। ক্রমাগত ঘাম আর ক্লান্তিতে নাজেহাল বঙ্গবাসী।
মঙ্গলবারই ৪৭ ডিগ্রি ছুঁয়ে ফের দেশের উষ্ণতম কলাইকুণ্ডা। শুধু কলাইকুণ্ডা একা নয়, প্রতিযোগিতায় এগিয়ে কলকাতাও। চলতি বছরের এপ্রিলে ভেঙে ফেলেছে ৭০ বছরের গরম। ১৯৫৪ সালের পর এপ্রিলে এত গরম আলিপুরে। বলা চলে তেতাল্লিশে তিলোত্তমা। আজ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে পারদ। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর তেমনটাই জানাচ্ছে।
তবে আশার খবর, রবিবার থেকে নিজের খেলা নিজেই ঘোরাবে আবহাওয়া। শুকনো গরমের দাপট অনেকটা কমবে। যার জেরে তাপমাত্রা খানিকটা হলেও কমতে পারে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া অফিস। রবি ও সোমবার নাগাদ বৃষ্টির হলেও হতে পারে দক্ষিণবঙ্গে।
Tags
Weather Report