ট্রভিস হেড এবং অভিষেক শর্মার জুটি বিধ্বংসী ফর্ম মাত্র ৯.৪ ওভারে ম্যাচ জেতাল

নিউজ ডেস্ক - চলতি মরসুমের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মাঝপথে সেই ফর্মটি থিতু হয়ে যায়। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স। ১২ পয়েন্টের সীমাতে আটকে ছিল হায়দরাবাদ। ম্যাচ জেতার পর তাঁদের পয়েন্ট এখন ১৪ ।

এই বারের আইপিএলের সংক্ষিপ্ততম ম্যাচ হল গতকালের ম্যাচ । প্রায় প্রতিটি ম্যাচই শেষ হতে রাত ১১.৩০ টা পেরিয়েছে। সানরাইজার্সের ম্যাচ শেষ হয়ে গেল ১০.১৫-এর মধ্যেই। বোর্ডে টার্গেট ছিল ১৬৬ রান। ট্রভিস হেড এবং অভিষেক শর্মার অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ৫৮ বলেই লক্ষ্য পার সানরাইজার্স হায়দরাবাদের। নেট রান রেটও বাড়িয়ে নিলেন কামিন্সরা।

লোকেশ রাহুল টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য ছিল। তাদের ব্যাটিংয়ের হাল যে খারাপ হবে সেটা হয়তো প্রত্যাশা করেননি। শেষ দিকে আয়ুষ বাদোনি এবং নিকোলাস পুরান ৫২ বলে ৯৯ রান যোগ না করলে পরিস্থিতি আরও সঙ্গীন হত। বোর্ডে মাত্র ১৬৬ রানের টার্গেট। লো-স্কোরিং ম্যাচ! এমনটা ভাবার সুযোগই দেননি ট্রাভিস হেড ও ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে নামা অভিষেক শর্মা। পাওয়ার প্লে-তেই একশো পার!

লখনউয়ের কাছে একটি মাত্র সুযোগ এসেছিল। শর্ট থার্ডম্যানে ক্যাচ ফসকান যশ ঠাকুর। আর কোনও সুযোগই দেননি হেড কিংবা অভিষেক। ট্রাভিস হেড ৩০ বলে ৮৯ এবং অভিষেক ২৮ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন