ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আম্বেদকর নগরে। সেখানের জিতপুর গ্রামের বাসিন্দা অঙ্কুশ গুপ্তা গ্রামেরই একটি মেয়ের প্রেমে পড়েন। কিন্তু পরিবারে জানাজানি হতেই বেঁকে বসে যুবতীর পরিবার। দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। যুবতীর পরিবার পুলিশেও অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় যুবককে। আনা হয় থানায়। রাতভর লকআপে কাটানোর পর সকালে শৌচালয়ে যাওয়ার অজুহাত দিয়ে লক-আপ থেকে বের হয় যুবক। এরপর সুযোগ বুঝেই থানা থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশও। কিন্তু কিছু দূর গিয়েই একটি বিদ্যুতের খুঁটির উপরে চড়ে বসে ওই যুবক। পুলিশ তাঁকে নামানোর চেষ্টা করলে, ঝাঁপ দেওয়ার হুমকি দেয়।
যুবক শর্ত দেয়, যতক্ষণ অবধি তাঁর প্রেমিকা ও সংবাদমাধ্যমকে ডাকা না হচ্ছে, ততক্ষণ সে বিদ্যুতের খুঁটির উপরই বসে থাকবে। এদিকে, হাইভোল্টেজ ওই খুঁটি থেকে যাতে বিপদ না ঘটে, সেই চিন্তায় ঘামছেন পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত যুবকের প্রেমিকাকে আনা হয়। এরপর খুঁটি থেকে নামে পাগল প্রেমিক।