ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। বিষ্ণুপুরের দিক থেকে সাইকেলে চড়ে পান্না গ্রামের বছর সতেরোর শ্রাবন্তী মণ্ডল কম্পিউটার ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। জয়পুর থানার চাতরা মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে যাওয়া একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে। একইসঙ্গে এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ছাত্রীর মৃতদেহ কোতুলপুর বিষ্ণুপুর রাস্তায় ফেলে রেখে চল অবরোধ। বিক্ষোভ চলে প্রায় ২ ঘন্টা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশের কাছে। পুলিশ ও প্রশাসনের তরফে বারবার অবরোধ তোলার অনুরোধ করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। শেষে মাঠে নামে র্যাফ। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় অবরোধকারীদের। ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।