নিগৃহ মানুষদের কথা ভেবে উওরপাড়ায় গড়ে উঠেছে ৪ তলার আবাসন

 


নিউজ ডেস্ক : "সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে আমরা পরের তরে"। একেবারেই উক্ত কথার বাস্তবায়ন হলো উওরপাড়াতে। রাজ্য সরকারের আরবান বিভাগ এবং উত্তরপাড়া-কোতরং পুরসভা ,  যাদবপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উত্তরপাড়া-কোতরং এলাকার জিটি রোডের উপর গড়ে উঠেছে ৪ তলার আবাসন। আর কোনো চিন্তা নেই!  এবার ভবঘুরে গৃহিনী মানুষরা বিনামূল্যে পাবে মাথার উপর ছাদ। মিলবে খাওয়া-দাওয়ার পরিষেবাও। সাথে থাকবে সহজ চিকিৎসা সম্পন্ন সুবিধাও।এখানে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫০ জন মানুষ বিনামূল্যে থাকতে পারবে বলে জানা গেছে। কেবল উত্তরপাড়ার মানুষই নয় আশেপাশের শহরের যে সমস্ত মানুষের থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই তাদের জন্যই ব্যবস্থা করেছে রাজ্য সরকার এবং উত্তরপাড়া পৌরসভা। ইতিমধ্যে উত্তরপাড়া শহরের রাস্তায় রাত কাটানো মানুষ এবং হিন্দ মটর রেল স্টেশনে রাত কাটানো আটজন মানুষ থাকতে শুরু করেছে এই আবাসনে।



উক্ত বিষয় নিয়ে  উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, "রাজ্য সরকারের আরবান বিভাগ ও উত্তরপাড়া পুরসভা ও যাদবপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে। এটা করতে পেরে খুবই আনন্দিত লাগছে। বহু ভবঘুরে মানুষ না খেয়ে বিনা চিকিৎসায় রাস্তায় বা বিভিন্ন রেল স্টেশনে রাত কাটায় এটা খুবই কষ্টের তাদের কাছে। তাই তাদের কষ্ট নিবারণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মোট পঞ্চাশ জন ভবঘুরে মানুষ থাকতে পারবে। আর তাদের থাকার সঙ্গে বিনামূল্যে খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা এখানে করা হয়েছে। এতে অন্তত কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটবে"। এলাকার এক বাসিন্দা বলেন, "আমরা কাজে যাওয়ার সময় প্রায়ই দেখি, রাস্তায় বা স্টেশনে বহু মানুষ অনাহারে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। কিন্তু কারও একার পক্ষে এইসব মানুষদের জন্য কিছু করে ওঠা সম্ভব নয়। কিন্তু এখন রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা এইসব মানুষদের কথা ভেবে এরকম একটা ব্যবস্থা করেছে এটা সত্যি খুবই মানবিক উদ্যোগ"।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন