নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল ৷ প্রায় ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ্যমিকের ফলাফল।
মধ্য শিক্ষা পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন।
এবারের মাধ্যমিকে মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে । বেড়েছে পাশের হার তবে এবার রেকর্ড সংখ্যায় ছাত্রছাত্রী অকৃতকার্য। হিসেব বলছে প্রায় ১ লক্ষ ৫৭ হাজার ৭১৩ জন পরিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন । এবার অসফল হওয়ার হার প্রায় ১৪ শতাংশ। এত সংখ্যক ছাত্রছাত্রী ফেল করায় উদ্বিগ্ন শিক্ষামহল।
শিক্ষাবিদদের একাংশ মনে করছেন করোনাকালের দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল বিদ্যালয়।গুলি মূলত অনলাইনেই চলত পড়াশোনা। তারই প্রভাব পড়ছে পড়াশোনার ক্ষেত্রে। অনেক ছাত্র ছাত্রীর ক্ষেত্রেই সপ্তম এবং অষ্টম শ্রেণীর ভিত ঠিক মতো তৈরি হয়নি। এখন তারাই মাধ্যমিকে এসে অকৃতকার্য হচ্ছেন।