নিজস্ব সংবাদদাতা: ভোট মরশুমে রাজনীতির হাওয়া গরম। এই হাওয়া বদলের পরিস্থিতিতে কখনো হুড খোলা গাড়িতে আবার কখনো হেঁটে রোড শো করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডঃ সুদীপ্ত রায় এবং স্থানীয় নেতৃত্ববৃন্দরা। সকাল সকাল মিরপুর চত্ত্বরে প্রচারে বেড়িয়ে আইএসএফকে কড়া ভাষায় আক্রমণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র ভাষায় আইএসএফকে আক্রমণ করে বলেন, " ISF কে ভোট দিয়ে একটাও ভোট নষ্ট করবেন না। ISF হচ্ছে বিজেপির দালাল। ওরা নরেন্দ্র মোদি , অমিতশাহের থেকে টাকা নিয়ে শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে। তারা ভেবেছে তৃনমূলের ভোট কেটে বিজেপিকে শক্ত করবে। নওশাদ সিদ্দীকির অতো বড়ো বড়ো কথা কোথায় গেলো? সে তো বলেছিলো ডায়মন্ডহারবারে দাড়াবো, দেখবো কত বড়ো তৃণমূল আছে! সেই নওশাদ সিদ্দীকী ভয়ে ঘরে ঢুকে পড়েছে। নওশাদ সিদ্দীকী নিজেই শেষ।অত এব ISF কে ভোট দিয়ে নষ্ট করবেন না সমস্ত ভোট তৃণমূলকে দেবেন"। তিনি আরও বলেন, "সিপিএম কে ভোট দেবেন না তাদের ভোট দেওয়া মানে আবার সেই অত্যাচার। আপনারা জানেন বিজেপি একটা সর্বভারতীয় জনতা পার্টির দল, যারা ধর্মে ধর্মে লড়াই লাগাছে। আর এই লড়াই করার তাগিদে তাদের পাশে আছে
ISF”!
"ISF বিজেপির দালাল! নরেন্দ্র মোদীর দালাল! অমিতশাহের দালাল...." মিরপুরে প্রচারে বেরিয়ে ISF কে খোচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
byMonisha Roy
-
0