বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণবাত , প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে

নিউজ ডেস্ক -  কিছুদিনের বৃষ্টি রেহাই দিলেও আবার কয়েক দিন আগে থেকে তাপপ্রবাহে জ্বলেছে গোটা বাংলা। এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে জানিয়েছে, আগামী ২৪ মে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। শুরুতে উত্তর-উত্তরপূর্ব অভিমুখে এগোবে নিম্নচাপটি। আর যদি এই গতিপথে যায় তাহলে গন্তব্য হতে পারে বাংলাদেশ-মায়ানমার। কিন্তু নিম্নচাপ পরে বাঁক নেয় কি না, সেইদিকে নজর থাকবে সকলের । তবে এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। তবে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিস্থিতি অনুকূল।

উল্লেখযোগ্য বিষয়, দু’সপ্তাহের আউটলুকে আবহবিদরা জানিয়েছেন, একটি নয়, বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপের শক্তি বাড়ানোর জন্য অনেকগুলি শর্তপূরণ হতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। যেমন, বঙ্গোপসাগরের গরম জল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের জ্বালানি। সুতরাং, নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। ২৪ মের পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন