কংগ্রেস ক্ষমতায় এলে বুলডোজার চলবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক -  দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার অবসানের পর অবশেষে তৈরি হয়েছে রাম মন্দির। এবার রাম মন্দির নিয়েই বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বললেন," যদি বিরোধীরা ক্ষমতায় আসে, তবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি রাম মন্দিরের উপরে বুলডোজার চালাবে।" 

লোকসভা নির্বাচনের প্রচারে ব্য়স্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুক্রবার নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রচারসভায় একদিকে যেমন বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন, তেমনই বিরোধীরা ক্ষমতায় আসলে কী ভয়ানক পরিণতি হতে পারে, তা নিয়েও সতর্ক করেন।

প্রধানমন্ত্রী মোদী আত্মবিশ্বাসের সঙ্গেই জানান যে এবারও ক্ষমতায় ফিরবে বিজেপি। হ্যাটট্রিক করবে তাঁর দল। অপরদিকে, কংগ্রেস শুধু মুখ রক্ষা করার জন্য ৫০ আসনে জেতার লক্ষ্য় স্থির করেছে। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “রামনবমীর দিন সপার এক নেতা বললেন, রাম মন্দিরের কোনও প্রয়োজনই নেই। অন্য়দিকে কংগ্রেস রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় বদলানোর চেষ্টা করছে। ওদের কাছে শুধু নিজেদের পরিবার ও ক্ষমতাই গুরুত্ব রাখে। যদি কংগ্রেস-সপা ক্ষমতায় আসে, তবে ওরা রামলালাকে আবার তাঁবুতে ফেরত পাঠিয়ে দেবে এবং মন্দিরে বুলডোজার চালাবে।”

বুলডোজার কোথায় চালাতে হয়, তা নিয়ে কংগ্রেস-সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে টিউশন নেওয়া উচিত বলেও খোঁচা দেন প্রধানমন্ত্রী মোদী।  

ভোটব্য়াঙ্কের রাজনীতি নিয়ে বিরোধীদের ফের একবার আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, “আমি যখন এদের পর্দাফাঁস করে দিই, মুখোশ খুলে দিই, তখন ওরা (বিরোধীরা) অস্থির হয়ে ওঠে। রাতের ঘুম উড়ে যায়। তখন ওরা যা পারে বলে, আমায় গালমন্দ করে। যখন মোদী দেশকে সত্যি কথা বলে, তখন এরা বলে যে মোদী হিন্দু-মুসলিমের বিভাজন করছে। যে ভোটব্যাঙ্ক এরা এতদিন চালাচ্ছিল, তারাও এখন বুঝতে পারছেন। আমাদের মা-বোনেরা তিন তালাক নিয়ে আইনে খুশি। তারা বিজেপিকে আশীর্বাদ করছেন।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন