নিউজ ডেস্ক - গত দু ' দিন হবে হবে করে হলো না বৃষ্টি ।শুধু আকাশ ছিল মেঘলা। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।সবার মনে একটাই প্রশ্ন বৃষ্টি কবে হবে? বর্ষা কবে আসবে? কিন্তু উত্তর ঠিকমতো খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে খানিকটা সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবরে জানা যাচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার কিছু জায়গা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এর মধ্যে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে হাওয়া। পড়তে পারে বাজ। বজ্রাঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ।
এই দিকে, আজ তীব্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি নেমেছে ঘাটাল মহকুমা জুড়ে। বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমজনতার মধ্যে। তুমূল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট অব্যাহত। সঙ্গে চলছে বিদ্যুতের ঝলকানি।
আবার, হাওয়া অফিস বলছে বর্ষার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু।