নিউজ ডেস্ক - ফের হামলা ইউক্রেনে। এইবারে ইউক্রেনের শিশু হাসপাতালে হল প্রাণঘাতী হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, রাশিয়ার মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ৩ জন শিশুসহ অন্তত ৩৭ জনের। এরমধ্যে রয়েছে তিনজন শিশু। ইউক্রেন যুদ্ধে এটাই সবথেকে ভয়াবহ ও নিন্দনীয় হামলা, বলে দাবি করছেন কিয়েভের মেয়র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হুঁশিয়ারি দিচ্ছেন যে, এই ধরনের হামলার ফল ভুগতে হবে রাশিয়াকে।
সোমবার ইউক্রেনের উপর রাশিয়ার মিসাইল হানা চলে। রাজধানী কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালটিকে এই দিন নিশানায় ছিল। ৩৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন।
জেলেনস্কি লেখেন, "রাশিয়ার নৃশংস মিসাইল হানা। ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে মিসাইল হামলা হয়েছে। টার্গেট করা হয়েছে অল্পবয়সী ক্যানসার রোগীদের।" জানা যাচ্ছে, শিশু হাসপাতালটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন দাবি করছে যে, সোমবার দিনেদুপুরে সে দেশের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হামলা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মস্কো-ইউক্রেনের মধ্যে বারবার নৃশংসতার ও ঝামেলার দৃশ্য উঠে এসেছে। তবে সোমবারের ঘটনা ভয়ানক।