WEST BENGAL বাড়ছে সবজির দাম,বাজারের দরে ছ্যাঁকা লাগছে ক্রেতাদের হাতে

 


নিউজ ডেস্ক - গত কয়েকদিন ধরেই বাজারে সবজির দাম যে হারে বাড়ছে তা হাত ছোঁয়ালেই বোঝা যাচ্ছে।সবজি ছাড়াও চাল-ডালের দামও যে খুব একটা নিয়ন্ত্রণে আছে, তা নয়। কলকাতার বাজারে সবজির যা দাম, তাতে রোজ রান্না করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। মানিকতলা বাজারে এক ক্রেতা বলেন, "কী আর করব, দাম তো কমছে না, আমরাই কম খাচ্ছি।" আর এক ক্রেতা বলেন, “যেভাবে দাম বাড়ছে, কী করে যে সংসার চালাব জানি না।” সবজির এই বাড়তি দাম হওয়ায় সরকারি সাহায্য চাইছেন অনেকেই।

আজ, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক ডেকেছেন এই ব্যাপারে। দাম নিয়ে পর্যালোচনা করতে চান তিনি। সমাধানের উপায় খুঁজতে বাজার কমিটির সঙ্গে কথা বলবেন তিনি।

আজ মঙ্গলবার,

সবজি -

জ্যোতি আলু- ৩৫ টাকা কিলো। চন্দ্রমুখী আলু- ৪০ টাকা কেজি কিলো। বেগুন- ১৫০ থেকে ২০০ টাকা কিলো। পটল- ৫০ টাকা কিলো। কাঁচা লঙ্কা- ১৫০ টাকা কিলো। টমেটো- ৮০ টাকা কিলো।ঢেঁড়শ- ৬০ টাকা কিলো। বিন- ৩০০ টাকা কিলো। শসা- ৮০ টাকা কিলো। করোলা- ৮০ টাকা কিলো। পেঁপে- ৫০ টাকা কিলো। রসুন- ৩০০ টাকা কিলো। আদা- ২২০ থেকে ২৩০ টাকা কিলো। বিট- ৬০ টাকা কিলো। গাজর- ৬০ টাকা কেজি কিলো।

চালের দর-

মিনিকেট চাল- ৪৮ থেকে ৫০ টাকা কিলো। বাঁশকাঠি চাল- ৬০ টাকা কিলো। গোবিন্দভোগ চাল- ৯০ টাকা কিলো। দেরাদুন রাইস- ১২০ টাকা কিলো। আটা ও ময়দা- ৩৪ টাকা কেজি। অড়হড় ডাল- ১৮০ টাকা কেজি। মসুর ডাল- ১০০ টাকা কেজি। মুগডাল- ১০০ টাকা কেজি। ছোলার ডাল- ১০০ টাকা কেজি। সরষের তেল- ১২৫ থেকে ১৩০ টাকা লিটার। সয়াবিন তেল- ১০২ টাকা লিটার। সূর্যমুখী তেল- ১২২ টাকা লিটার।

মশলার দাম -

গোটা জিরে - ৪০০ টাকা কিলো। হলুদ- ৩০০ টাকা কিলো। শুকনো লঙ্কা- ৩৫০ টাকা কিলো। চিনি- ৪৮ টাকা কিলো। ধনে- ৪০০ টাকা কিলো। পোস্ত- ১৫০০ টাকা কিলো।

মুরগীর মাংসের দামও অনেকটাই বেড়েছে। ১৮০ টাকা থেকে বেড়ে দাম দাঁড়িয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা কিলো। মাছের দাম ও বেশ কিছুটা  বৃদ্ধি পেয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন