নিউজ ডেস্ক - রবিবার সন্ধাবেলায় নিউ টাউনের থাকদাড়ি এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। জানা যাচ্ছে, এইদিন সন্ধ্যেবেলায় নিউটাউনে থাকদাড়ি এলাকায় ফুটপাতের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন সাধারণ মানুষজন।এরপর তাঁরা নিউটাউন থানার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উত্তম প্রধান নামে ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আপাততও তিনি এখন সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
কিন্তু পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান, ওই যুবকের মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে ।স্থানীয় সুত্র মারফত জানা যাচ্ছে, আঘাত করার পর ফুটপাতের ধারে নালায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েচ্ছে। ঘটনার তদন্তের জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা রূপা রাজবংশী বলেন, “অনেক লোকের ভিড় দেখে আমি নেমে পড়লাম। আমি ভেবেছি দুর্ঘটনা ঘটেছে। পরে বুঝলাম নাহ এটা খুনের ঘটনা ঘটতে পারে। ওঁর মাথা কাটা। গলাও কাটা দেখলাম। উনি কিছু বলার চেষ্টা করছে।”
