নিউজ ডেস্ক - চলছে ভাদ্র মাস। আর এই মাসেও বজায় রয়েছে গরমের তেজ। কিন্তু এইবারে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে, সোমবার অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।তবে বৃষ্টির পরিমাণ সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃদ্ধি পেতে পারে।আর এই বৃষ্টির পরিমান অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলা গুলিতে। এরসাথে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম,বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ নদিয়া,হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলা গুলিতে।
অন্যদিকে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় রোজ। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়িতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলা গুলিতে।
Tags
Weather Report
