নিউজ ডেস্ক : আজ অর্থাৎ সোমবার সকালে আর্জি কর কাণ্ডের দ্বিতীয় শুনানি শেষ করলো সুপ্রিম কোর্ট। তার পরেই পুজো নিয়ে ভাবতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বৈঠকে তিনি বললেন, “১ মাস ১ দিন হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন। সিবিআই তদন্ত শেষ করুক দ্রুত।”
এছাড়াও তিনি রাজ্যে বিভিন্ন রাস্তাগুলির মেরামতের কোথাও বলেন। তিনি জানান, "আমরা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করি বছরে দু’তিনটে ধরে। কিন্তু ইলেকশন এর জন্য অনেক ডেভলপমেন্ট কাজ হয়না। বাংলা নদীমাতৃকা দেশ। অনেক সময় সাইক্লোন হয়। গঙ্গায় ভাঙন আসে, মালদায় একটা ব্রিজ ভেঙে গিয়েছে।” যদি করেন, “এলাকাগুলো পরিদর্শন করুন। আইসিডিএস সেন্টারগুলো ঘুরে দেখুন। কোনও রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন।”
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কেউ যদি না নিতে চায় তাদের সামর্থ আছে। তাহলে লিস্ট-এ যারা আছেন তাদের থেকে দিতে হবে। কে কী পুজো করছে সেটা দেখতে হবে।”