নিউজ ডেস্ক : সামনেই বাঙালির সব থেকে বড়ো উৎসব দূর্গা পুজো। এই দিনগুলিতে বড়ো দায়িত্ব পালন করে রাজ্য পুলিশ। দিন রাত তাঁদের নজরদারি থাকে প্রত্যেক স্থানে। এবারেও পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর থানার আধিকারিক ইন্সপেক্টর শ্রী সুদীপ্ত সাধুখাঁর উদ্যোগে সেখানকার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে হুগলি জেলার উইনার্সের একটি টিম সিঙ্গুর থানার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেখানকার মহিলা পথচারীদের সাথে কথা বলেন। শুধু তাই নয়, বর্তমান দিনে তাদের থেকে সমস্যার হচ্ছে কিনা সে কোথাও শোনেন। এমনকি তাঁদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই কোথাও সিঙ্গুর থানায় জানানোর ও যোগাযোগ করার বলেন।
মূলত আর কিছু মাস পরেই দুর্গাপুজো। এই পূজোয় যাতে কোনো মহিলাকে হেনস্থার মধ্যে না পড়তে হয়, তাই এমন উদ্যোগ নিয়েছে সিঙ্গুর থানার পুলিশ। তবে সিঙ্গুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধু দুর্গা পুজোতেই নয়, তাদের এমন প্রয়াস আগামীদিনেও জারি থাকবে।

