সেখ জাবিহুল্লাহ, পশ্চিম মেদিনীপুর: মে মাসের শুরুতেই ভয়াবহ ভোগান্তির মুখে পড়তে চলেছেন হাওড়া-খড়্গপুর লাইনের নিত্যযাত্রীরা। টানা ১৯ দিন রেল পরিষেবা বিপর্যস্ত হতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে ২০২৫ পর্যন্ত এই লাইনে প্রায় ২০০-র বেশি লোকাল ট্রেন ও ২৭টির বেশি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক ট্রেনের সময়সূচি ও রুটে পরিবর্তন আনা হয়েছে।
এই দীর্ঘ সময় ধরে সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-প্রি নন-ইন্টারলকিং (Pre Pre-NI) কাজ চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ফলে হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর বা পশ্চিমাঞ্চলের দিকে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী প্রতিদিন চরম সমস্যার মুখে পড়বেন।
বাতিল ট্রেনের তালিকা বিশাল
এছাড়াও, উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুর ডিভিশনে ইন্টারলকিংয়ের কাজ চলায় এপ্রিল ও মে মাসে বহু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণ ভারত সংযোগকারী বহু ট্রেনই সাময়িকভাবে চলাচল করবে না। বাতিল হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের তালিকা নিচে দেওয়া হল:
গোরক্ষপুর সংযুক্ত এক্সপ্রেস ট্রেনসমূহ (আংশিক তালিকা):
-
১১০৩৭/১১০৩৮ পুণে–গোরক্ষপুর এক্সপ্রেস (২ মে ও ৩ মে বাতিল)
-
১২৫১১/১২৫১২ গোরক্ষপুর–কোচুভেলি এক্সপ্রেস (২৭ এপ্রিল, ৩০ এপ্রিল, ১, ২, ৪, ৬, ৭ মে বাতিল)
-
১২৫৮৯/১২৫৯০ গোরক্ষপুর–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস (৩০ এপ্রিল ও ১ মে বাতিল)
-
১২৫৯১/১২৫৯২ গোরক্ষপুর–যশোবন্তপুর এক্সপ্রেস (২৬ এপ্রিল ও ২৮ এপ্রিল বাতিল)
-
১২৫৯৭/১২৫৯৮ গোরক্ষপুর–ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস (২৯ ও ৩০ এপ্রিল বাতিল)
-
১৫০১৭/১৫০১৮ লোকমান্য তিলক ট.–গোরক্ষপুর এক্সপ্রেস (২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বাতিল)
-
১৫০২৩/১৫০২৪ গোরক্ষপুর–যশোবন্তপুর এক্সপ্রেস (২৪, ২৯ এপ্রিল ও ১ মে বাতিল)
-
১৫০২৯/১৫০৩০ গোরক্ষপুর–পুণে এক্সপ্রেস (২৪, ২৬ এপ্রিল ও ১, ৩ মে বাতিল)
-
১৫০৪৫/১৫০৪৬ গোরক্ষপুর–ওখা এক্সপ্রেস (২৪, ২৭ এপ্রিল ও ১, ৪ মে বাতিল)
-
১৫০৬৫/১৫০৬৬ গোরক্ষপুর–পানভেল এক্সপ্রেস (২৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন দিনে বাতিল)
-
১৫০৬৭/১৫০৬৮ গোরক্ষপুর–বান্দ্রা এক্সপ্রেস (২৫ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে বাতিল)
-
২০০১০৩/২০০১০৪ গোরক্ষপুর–লোকমান্য তিলক এক্সপ্রেস (২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বাতিল)
-
২২৫৩৩/২২৫৩৪ গোরক্ষপুর–যশোবন্তপুর এক্সপ্রেস (২৮ ও ৩০ এপ্রিল বাতিল)
ভোগান্তিতে যাত্রীরা
দীর্ঘ সময় ধরে এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে। দৈনিক যাত্রীরা যেমন সমস্যায় পড়বেন, তেমনই দূরপাল্লার যাত্রীরা টিকিট বাতিল ও নতুন পরিকল্পনায় হিমশিম খাচ্ছেন। অনেকেই কর্মস্থলে পৌঁছতে বিকল্প যানবাহনের খোঁজ করছেন।
রেল সূত্রে জানানো হয়েছে, এই উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হলে ভবিষ্যতে রেল চলাচল আরও নিরবিচারে ও নিরাপদভাবে চালানো সম্ভব হবে। তবে আপাতত যাত্রীদের ধৈর্য ধরতে হবে।