উদ্বোধনের আগে দিঘায় বিপত্তি, ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল আলোকসজ্জার গেট

দিঘা, ২৭ এপ্রিল:

মাত্র আর একদিন পরই দিঘায় শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও আয়োজকরা। গোটা দীঘা শহরজুড়ে চলছে সৌন্দর্যায়ন ও চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার কাজ। তবে অনুষ্ঠানের ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ছন্দপতন ঘটল দিঘায়।

শনিবার রাতে আচমকা দমকা ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে এক অস্থায়ী আলোকসজ্জার তোরণ। ঘটনাটি ঘটে নেহরু মার্কেট সংলগ্ন ১১৬ বি জাতীয় সড়কের ওপর। ভেঙে পড়া লোহার গেটের নিচে চাপা পড়ে দু’টি টোটো এবং একটি মোটরবাইক, যার ফলে সামান্য আঘাত পান কয়েকজন। আহতদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করে দিঘায়। কয়েক মুহূর্তের মধ্যেই বাতাসে দুলতে দুলতে মাটিতে আছড়ে পড়ে আলোয় মোড়া তোরণটি। রাতের সেই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কালবৈশাখীর সম্ভাব্য দুর্যোগের বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে। তবু এই দুর্ঘটনা প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকে মনে করছেন, যদি এই দুর্ঘটনা সন্ধ্যার ভিড়ের সময় ঘটত, তবে বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকত।

ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। গোটা দীঘা শহরজুড়ে সমস্ত অস্থায়ী আলোকসজ্জার তোরণ, মঞ্চ ও অন্যান্য পরিকাঠামো ফের একবার খতিয়ে দেখা হচ্ছে। ঝুঁকি এড়াতে অস্থায়ী কাঠামোগুলিকে আরও মজবুত করে নির্মাণের কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার মহা হোমযজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে দিঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। তাই অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসন আরও কড়া সতর্কতা অবলম্বন করেছে। দীঘাবাসী ও ভ্রমণার্থীরা সকলেই এখন অপেক্ষায়, শুভ সূচনার দিন যেন আনন্দ ও নিরাপত্তার আবহেই সম্পন্ন হয়।

#digha

Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন