২৮শে আগস্ট বৃহস্পতিবার খড়গপুর শহরে উদ্বোধন হয়ে গেল HFC-র আরও একটি নতুন আউটলেট। এটা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৮০টিরও বেশি আউটলেট খুলল HFC
সময়ের সাথে সাথে চাহিদা যেভাবে বাড়ছে খুব শীঘ্রই সেঞ্চুরি পথে HFC।
এদিন সন্ধ্যায় খড়গপুর শহরের কলেজ সংলগ্ন পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে সুসজ্জিত নতুন আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধন হতেই খাবারের স্বাদ নিতে ভিড় করে ৮ থেকে ৮০। আভিজাত্য আর আধুনিক সাজসজ্জার অসাধারণ মেলবন্ধন।
কালো-হলুদ থিম, চোখ ধাঁধানো বেলুন ডেকোরেশন আর আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইন প্রথম দেখাতেই মন কেড়ে নেয় খাদ্য প্রেমীদের । আরামদায়ক বসার জায়গা, উজ্জ্বল আলো এবং প্রাণবন্ত পরিবেশে সুস্বাদু বার্গার, ক্রিসপি ফ্রাইড চিকেন, মোমো, পিজ্জা সহ নানা মুখরোচক খাবারের স্বাদ পেতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এখানে পাওয়া যাচ্ছে বার্গার, র্যাপ, চিকেন উইংস, পিজ্জা সহ নানা ধরণের মুখরোচক খাবার। আর সাথে থাকছে একের পর এক চমকপ্রদ অফার। ২৮শে আগস্ট মোট বিলের ওপর ২৮ শতাংশ ছাড় দেওয়া হয় ।
উদ্বোধনের দিন থেকেই পরিবার-পরিজন নিয়ে ভিড় জমিয়েছে খড়গপুরবাসী। ফুড লাভারদের জন্য এখন এক নতুন ডেস্টিনেশন HFC।
তাহলে আর অপেক্ষা কেন?
আপনিও কি HFC franchise নিতে চান ?
যোগাযোগ করুন 6290746599 নাম্বারে
এবার আমরা আসছি আপনাদের শহরেও